এটা কান্তজির মন্দিরের পাশে (সীমানা লাগোয়া) আরেকটা ভগ্নপ্রায় পুরনো মন্দির। এর চারপাশে খননকাজ চলছে প্রত্নতাত্তিক অধিদপ্তরের আন্ডারে (যদিও এই মুহুর্তে বন্ধ আছে)।
প্রচলিত ধারনা অনুযায়ী জানামতে, প্রধান মন্দিরের প্রায় একশগজ দূরে এক চূড়া বিশিষ্ট ছোট এ ধ্বংসপ্রাপ্ত মন্দিরে মহারাজ প্রাণনাথ ১৭০৪ সালে কৃষ্ণের মূর্তি প্রতিষ্ঠা করেন। এটি সাময়িকভাবে বৃন্দাবন থেকে আনা হয়েছিল। নবরত্ন মন্দির তৈরি সমাপ্ত হলে এ মূর্তি এখানে স্থানান্তর করা হয়। এটি এখন একটি পরিত্যক্ত দেবালয়।








No comments:
Post a Comment