Tuesday, December 27, 2016

আমঝুপি নীলকুঠি -পর্ব ৪ঃ অন্দরমহল

কাজলা নদীর তীরে কুঠিবাড়ির মূল ভবনটি সূদৃশ্য একতলা ভবন। এর অভ্যন্তরে রয়েছে মোট পনেরটি কক্ষ। স্তম্ভসারির ওপরে লাল টালির ছাদ-আচ্ছাদিত বারান্দা। তিনটি করে স্তম্ভ একত্রে স্থাপিত, যার ওপর সৃষ্ট ঢালু ছাদের বারান্দা আকর্ষণীয় রুপ লাভ করেছে। বারান্দা পার হয়ে প্রবেশ করতে হয় কুঠির অভ্যন্তরীণ কক্ষে।
ছোট-বড় কক্ষগুলির মধ্যে একটি কক্ষের মেঝে বিশেষ পদ্ধতিতে নির্মিত। আমঝুপি গ্রামে সাপের প্রাদুর্ভাব ছিল বলে জানা গেছে। কুঠিবাড়ি নির্মাণের সময় সাপ থেকে রক্ষা পাওয়ার জন্য কক্ষটির মেঝে মার্বেল পাথর দিয়ে অত্যন্ত মসৃণ এবং ঢালু যুক্ত করে তৈরি করা হয়েছিল। এমন ঢালু মেঝে তৈরি করার নেপথ্যে যেন সাপ প্রবেশ করতে না পারে সে কথাটি মনে রাখা হয়েছিল। এই ঘরেই ক্লাইভ ও মীরজাফরের মধ্যে ষড়যন্ত্রের মিটিংটি
হয়েছিল বলে বলা হয়ে থাকে!
এ ভবনে রয়েছে তিনটি শয়ন কক্ষ। পেছন দিকে রয়েছে ভোজনকক্ষ। একটি কক্ষের মাঝে দেওয়ালের ডানদিকে কক্ষ উষ্ণ রাখার জন্য রয়েছে ফায়ারপ্লেস। তাছাড়া কক্ষগুলোর উপরিভাগে রয়েছে রঙিন কাচে আবৃত গোলাকার ক্ষুদ্র আলো প্রবেশের জানালা। একটি বড় কক্ষ আছে যাতে নীলচাষিদের নির্যাতন ও করা হত।
কুঠির অভ্যন্তরে একটি সুড়ঙ্গপথ আছে, যা এখন কঙ্ক্রিট ঢালাই করে বন্ধ করে দেয়া আছে। এটি নদী ও ঘরের নিচে একটি কুপের সাথে সম্পৃক্ত ছিল বলে জানা যায়। কাঠের মেঝের নিচে পানি মজুত করে রাখার বিশেষ ব্যাবস্থাও ছিল।
এই নীলকুঠিতে আছে আরো কয়েকটি ছোট-বড় কক্ষ। এসব কক্ষ ব্যবহৃত হতো বৈঠকখানা, সংগীত, নৃত্যগীত এবং আমোদ-প্রমোদ করার জন্য। এর সাথে রয়েছে চারটি সাজঘর ও পরিচারকদের কোয়ার্টার। পশ্চিম দিকে অবস্থিত পরিচারকদের ও সাহায্যকারীদের বসবাসের দালান যা বর্তমানে কুঠিবাড়ির নিরাপত্তাকর্মী ও তত্বাবধায়কের বাসভবন হিসেবে ব্যবহৃত হচ্ছে।
সর্প ফ্রি মার্বেল পাথরের (বড় আকৃতির ৮টি পাথর) মেঝে সম্বলিত বড় কক্ষ।
এই ঘরেই ক্লাইভ ও মীরজাফরের মধ্যে ষড়যন্ত্রের মিটিংটি হয়েছিল বলে বলা হয়ে থাকে!










জানা যায়, এই ঘরে নির্যাতন করা হত।
এর নিচে কুপ ও ছিল।




বাম পাশের গুলো শয়নকক্ষ ও মিটিং রুমের, ডান পাশের গুলোর মত অন্যান্য কিছু কক্ষে।



সংস্কার কাজের সময় ঘরের কাঠের মেঝেটিতে পুরন কিছু কাঠ রেখে দেয়া হয়েছে স্মৃতি স্বরূপ, যেগুলো নীলে ভিজতে ভিজতে নীলাভ রঙ ধারন করেছিল।





এই সেই সুড়ঙ্গপথ!!


No comments:

Post a Comment