Tuesday, December 27, 2016

কান্তজির মন্দিরঃ পার্ট-২

বাংলার স্থাপত্যসমূহের মধ্যে বিখ্যাত এ মন্দির বিশিষ্টতার অন্যতম কারণ হচ্ছে পৌরাণিক কাহিনীসমূহ পোড়ামাটির অলঙ্করণে দেয়ালের গায়ে ফুটিয়ে তোলা হয়েছে। বাংলাদেশের সর্বোৎকৃষ্ট টেরাকোটা শিল্পের নিদর্শন রয়েছে এ মন্দিরে।
ভিত্তি থেকে শুরু করে মন্দিরের চূড়া পর্যন্ত ভেতরে ও বাইরে দেয়ালের প্রতিটি অংশে নানাবিধ পৌরানিক বিষয়াবলি অত্যন্ত সুন্দর আর সুনিপুন ভাবে ফুঠিয়ে তোলা হয়েছে। এতে আছে মহাভারত, রামায়ণ এর বিস্তৃত
কাহিনি, কৃষ্ণের নানা কাহিনী, যুদ্ধ, সমকালীন সমাজ জীবনের বিভিন্ন ছবি এবং জমিদার-অভিজাতদের বিনোদনের নানা চিত্র।
অসংখ্য টেরাকোটা ধ্বংস হয়ে গেছে। বৃহত এ মন্দিরের পুরো মন্দির জূড়ে এ টেরাকোটা গুলো মন্দিরের সৌন্দর্য্য যেমন বাড়িয়ে তুলেছে, পাশাপাশি মুগ্ধ হয়ে দেখার মত আবহও তৈরী করে। সেই সময়ের শীল্পিদের শৈল্পিক মননেরও একটা ধারনা দেয়।




















No comments:

Post a Comment