কুঠিবাড়ির পশ্চিম দিকে আমবাগান পেড়িয়ে যে জায়গা জুড়ে এই স্থাপনা অবস্থিত, পেছনের তফসিল অফিসের সামনের দেয়াল টুকুই আছে। অফিসের সামনে এই দালানটি মুলত কি তা জানা/বোঝা যায়নি! হতে পারে কারাগার, নয়তো কর্মচারীদের থাকার ঘর হিসেবে ব্যবহৃত হত! তা সে যাই হোক... সারিবদ্ধ কক্ষের এই একতলা দালানটি এখন শুধু পুরনো বাড়িতে ফটোশ্যুটের জন্যই ব্যবহৃত হচ্ছে!







No comments:
Post a Comment